বলিউড তারকাদের মধ্য সবার ওপরে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। এই অভিনেত্রী ইনস্টাগ্রামের অনুসারীতে শাহরুখ, সালমান, হৃত্বিকদের ছাড়িয়ে গেছেন। ইনস্টাগ্রাম ব্যবহার করেন না এমন তারকা বলিউডে খুব একটা পাওয়া যাবে না। ইনস্টাগ্রামে কার কত ভক্ত, তা নিয়েও ভক্তমহলে চলে প্রতিযোগিতা। বলিউড তারকাদের মধ্যে সবার ওপরে থাকা প্রিয়াঙ্কা চোপড়ার অনুসারী ৭৩.১ মিলিয়ন। তিনি অনুসরণ করেন ৬৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।