সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

তেলেগু সম্প্রদায় নিয়ে প্রামাণ্যচিত্র

শোবিজ প্রতিবেদক

তেলেগু সম্প্রদায় নিয়ে প্রামাণ্যচিত্র

বাংলাদেশে তেলেগু সম্প্রদায়ের মানুষ যে আছে, তা অনেকেই জানে না। জানে না কেমন তাদের জীবনধারা। সম্প্রতি এই সম্প্রদায়ের মানুষদের নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন ইমতিয়াজ মেহেদী হাসান। নাম ‘চাদরটা সরিয়ে দাও’। নির্মাতা ইমতিয়াজ বলেন, ‘আলাদা ভাষা ও আলাদা সম্প্রদায়ের মানুষ তেলেগুরা। চেষ্টা করেছি তাদের কথা নির্মাণশৈলীর মাধ্যমে ফুটিয়ে তোলার। এ দেশে তাদের গোড়াপত্তন, প্রাপ্তি-অপ্রাপ্তি, না বলা কথা সবই থাকবে প্রামাণ্যচিত্রটিতে। এর মাধ্যমে মানুষ বুঝতে পারবে তেলেগুদের চলার পথ সাধারণের তুলনায় কতটা অমসৃণ।’ রাজধানীর বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ শেষে প্রামাণ্যচিত্রটি সম্পাদনার টেবিলে রয়েছে। ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির প্রযোজনায় এর কাহিনিচিত্র লিখেছেন নির্মাতা নিজেই। তেলেগু ডেভেলপমেন্ট সোসাইটি ও বার্তাকক্ষ’র সার্বিক সহযোগিতায় শিগগিরই প্রামাণ্যচিত্রটি অন্তর্জালে উন্মুক্ত করা হবে। 

 

সর্বশেষ খবর