নিজের কমিটমেন্ট রক্ষা করতে গিয়ে এবার ট্রলের শিকার হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি তাঁর প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অব স্টোন’-এর শুটিং শেষ করে নিজের প্রযোজিত ‘ডার্লিংস’ সিনেমার প্রচারে অংশ নেন তিনি। এ সময় আলিয়া বেবি বাম্পকে ছদ্মবেশ দিতে একটি সানশাইন বেলুনের পোশাক বেছে নিয়েছিলেন। কিন্তু সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা তাঁকে নিয়ে ট্রল করতে দ্বিধা করছেন না। একজন লিখেছেন, ‘আমরা আপনার অসামাজিক চিন্তাধারার জন্য লজ্জিত বোধ করি। আমরা বিশ্বাস করি যে, রণবীর আপনাকে ভালোবাসতেন বলেই বিয়ে করেছেন। বিয়ের আগেই গর্ভবতী হয়েছেন, বিষয়টি ভাবতেই লজ্জা হচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘এমন বাজে অবস্থায় প্রচারে না আসাই আপনার জন্য মঙ্গল হবে। আগে আপনার অতিরিক্ত চর্বি কেটে ফেলুন।’