বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রথম ঋণ পাচ্ছে স্বপ্নপুরী

শোবিজ প্রতিবেদক

নতুন প্রেক্ষাগৃহ, মাল্টিপ্লেক্স নির্মাণ ও বন্ধ প্রেক্ষাগৃহ সংস্কারের মাধ্যমে আধুনিকায়নের জন্য স্বল্প সুদে সরকারের দেওয়া ১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রথম ঋণ পাচ্ছে মুন্সীগঞ্জের প্রেক্ষাগৃহ স্বপ্নপুরী। জানা যায়, গত ১৭ আগস্ট অগ্রণী ব্যাংকে ৩৮টি প্রেক্ষাগৃহের ফাইল জমা দেওয়া হয়। স্বপ্নপুরী প্রেক্ষাগৃহের আবেদনটি প্রথম দিনই ঋণের জন্য ব্যাংক অনুমোদন দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন। গত মার্চ মাসে রুপালি ব্যাংকে ৫৩টি হল সংস্কার, মাল্টিপ্লেক্স-প্রেক্ষাগৃহ নির্মাণের জন্য ঋণের আবেদন করা হয়। তবে তখন কাগজপত্রসহ আবেদনগুলো জমা না দেওয়ায় সেগুলো বাতিল হয়। এদিকে, স্বপ্নপুরীর স্বত্বাধিকারী ও হল মালিক সমিতির সম্পাদক আওলাদ হোসেন বলেন, ‘আমাদের প্রেক্ষাগৃহ সংস্কারে বরাদ্দটা একটু বেশি চেয়েছিলাম। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক আমাকে জানান, তাঁরা দুই কোটি টাকা দিতে পারবেন। পরে আমি তাতেই রাজি হয়েছি।’ নতুন মাল্টিপ্লেক্স-প্রেক্ষাগৃহ নির্মাণ করতে মালিকরা সর্বোচ্চ ১০ কোটি এবং সংস্কারের জন্য ৫ কোটি টাকা ঋণ নিতে পারবেন। আগামী বছরের মার্চ পর্যন্ত হল মালিকরা এ আবেদন করতে পারবেন। অগ্রণী ব্যাংক সূত্র জানায়, ৩৮টি আবেদনের মধ্যে ৩৪টি পাস হয়েছে। প্রথম ঋণ পাচ্ছে মুন্সীগঞ্জের স্বপ্নপুরী সিনেমা হল।

সর্বশেষ খবর