বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মৃত্যুর ৪২ বছর পর নয়ন মুন্সীর অ্যালবাম প্রকাশ

শোবিজ প্রতিবেদক

বাংলাদেশের গিটার জাদুকর নয়ন হক মুন্সীর অপ্রকাশিত অ্যালবামটি তাঁর মৃত্যুর ৪২ বছর পর সম্প্রতি মুক্তি পেয়েছে। প্রযোজনা ও পরিবেশনা সংস্থা আশিক মিউজিকের কর্ণধার গহর আশিক জানান, ‘এই অ্যালবামের ক্যাসেটটি আমাদের কাছে আরও ৭-৮ বছর আগে থেকেই সংগ্রহে ছিল। কিন্তু ক্যাসেট যুগ শেষ হওয়ার কারণে অ্যালবামটি রেকর্ডের কাজ করা এবং স্পন্সরের অভাবে প্রকাশ করতে দেরি হয়েছে। ১৯৮১ সালে ‘হিটস অফ এম এ শোয়েব’ নামক ক্যাসেট অ্যালবামটি ছিল বাংলাদেশের প্রথম অডিও ক্যাসেট অ্যালবাম। তবে নয়ন মুন্সীর এই অ্যালবামটিই বাংলাদেশের সর্বশেষ অডিও ক্যাসেট অ্যালবাম।’ ১৯৬১ সালে রাজধানীর শান্তিনগরে জন্ম নেওয়া নয়ন হক মুন্সী ১৯৭৬ সালে ফোয়াদ নাসের বাবু, পিয়ারু খান, দুলালকে সঙ্গে নিয়ে তাঁদের ব্যান্ড ‘অস্থির’ বিলুপ্ত করে আজম খানের উচ্চারণ ব্যান্ডে যোগ দেন। উল্লেখ্য, গিটার জাদুকর নয়ন হক মুন্সী নামে অ্যালবামটির অডিও ক্যাসেট এবং সিডি পাওয়া যাচ্ছে ফেসবুক পেজ আশিক মিউজিকে। 

সর্বশেষ খবর