৫৩ ক্যারেট হীরা দিয়ে বানানো হয়েছে এই আংটি। এই আংটির দাম ৫০ লাখ টাকা। অভিষেক বচ্চনের উপহার দেওয়া বহুমূল্য হীরার এই আংটি নিয়ে মজে থাকেন ঐশ্বরিয়া। একে তো হীরার আংটি, তার ওপর আবার বরের উপহার দেওয়া। লোকজনকে না দেখালে হয়? কোনো অনুষ্ঠানে ঐশ্বরিয়া রাই বচ্চন উপস্থিত থাকা মানেই সবার নজর তাঁর দিকে। সেই সঙ্গে নজর কাড়ে তাঁর হাতের হীরার আংটিও। বচ্চন-পুত্রবধূ যখনই সুযোগ পান, এই আংটি পরেন। ৫৩ ক্যারেট হীরা দিয়ে বানানো হয়েছে এই আংটি। এর দাম শুনলেও চমকে যেতে হয়। সংবাদ সংস্থা জানাচ্ছে, এই আংটির দাম ৫০ লাখ টাকা।