বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
নোরা ফাতেহি

এনবিআর-এর আপত্তি

শোবিজ ডেস্ক

এনবিআর-এর আপত্তি

এবার নোরা ফাতেহির আগমনে আপত্তি জানাল রাজস্ব বোর্ড (এনবিআর)। ঢাকার বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েক দফা বাধা পেরিয়ে আগামী ১৮ নভেম্বর ঢাকার একটি ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নেওয়ার অনুমতি পেয়েছিলেন এই বলিউড তারকা। গত ৭ নভেম্বর অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। অনুমতি মেলার ৭ দিনের মাথায় ফের বাধা এলো নোরার ঢাকা সফরে। রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশি শিল্পীদের বাংলাদেশের যে কোনো ধরনের অনুষ্ঠানে বা শুটিংয়ে অংশগ্রহণের জন্য চুক্তিপত্রে উল্লিখিত পারিশ্রমিক ছাড়াও অন্যান্য খরচ তথা- বিমান বা অন্যান্য পরিবহনের যাতায়াত খরচ, তাঁদের থাকার খরচ- সব ধরনের খরচের ওপর পরিশোধিত এবং পরিশোধযোগ্য মোট অর্থের ওপর আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৬ ধারার বিধান মোতাবেক ৩০ শতাংশ হারে উৎসে আয়কর পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর