শিরোনাম
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পূজা সেনগুপ্তের ‘নন্দিনী’

শোবিজ প্রতিবেদক

ড্যান্স রেপাটরি ‘তুরঙ্গমী’ প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য নৃত্য প্রযোজনা ‘নন্দিনী’ প্রদর্শিত হবে আজ। এবার প্রথমবারের মতো নৃত্য পরিবেশন করবেন কানাডিয়ান নাগরিকরা।

‘নন্দিনী’র ৫০তম মঞ্চায়নে কানাডিয়ানরা অংশ নেবেন বলে জানা যায়। আজ সন্ধ্যা ৭টায় ঢাকাস্থ কানাডিয়ান দূতাবাসে শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য ‘নন্দিনী’র ৫০তম মঞ্চায়ন হবে। ‘নন্দিনী’র এবারের প্রদর্শনীতে কানাডিয়ানদের প্রথমবারের মতো নৃত্য পরিবেশন প্রসঙ্গে তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত বলেন, ‘আমার ছাত্র-ছাত্রীদের সঙ্গে অংশ নিচ্ছে আমার আরেক বিদেশি ছাত্রী লিলি। ড. লিলি নিকোলস বর্তমানে বাংলাদেশে নিযুক্ত কানাডার মান্যবর রাষ্ট্রদূত। বাংলাদেশের নাচ আর সংস্কৃতির প্রতি লিলির আগ্রহ ও শ্রদ্ধা আমাকে মুগ্ধ করে। পাঁচ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে ও আমার তত্ত্বাবধানে আরতি নাচের অনুশীলন করছে। এখানে অংশ নিয়েছে আমার আরেক ছাত্রী কানাডিয়ান মডেল ও অভিনেত্রী রিটা হোকায়েম। এরই মধ্যে শিল্পকলা একাডেমিতে মহড়া হয়েছে। তবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতা পেলে আমরা জাতীয় নাট্যশালায় আরেকটি মঞ্চায়ন করতে আগ্রহী, যা সবার জন্য উন্মুক্ত থাকবে।’ উল্লেখ্য, ‘নন্দিনী’ ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি প্রথম মঞ্চায়িত হয়।

সর্বশেষ খবর