রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চলচ্চিত্র শিল্পী সমিতির ভালো-মন্দের বনভোজন

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্র শিল্পী সমিতির ভালো-মন্দের বনভোজন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক মিলন মেলায় মেতে উঠেছিলেন শিল্পীরা। গতকাল ছিল সংগঠনটির বনভোজন। নরসিংদীর হ্যারিটেজ পার্কে এ উপলক্ষে বসে তারার মেলা। প্রবীণ-নবীন তারকাদের অংশগ্রহণে বনভোজন হয়ে ওঠে প্রাণমুখর। ভালো-মন্দ মিলিয়ে জমজমাট ছিল এই আয়োজন। প্রয়াত শিল্পীদের ছবি প্রদর্শন, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন ছিল এতে। অনেকে খাবারের ব্যবস্থাসহ অনেক ক্ষেত্রে অব্যবস্থাপনার অভিযোগ আনলেও আবার অনেকের কথায় এমন একটি বড় আয়োজনে একটু-আধটু সমস্যা হতেই পারে। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বনভোজনে এসে বলেন, এখানে এসে আড্ডা দিচ্ছি। দেখা হচ্ছে সবার সঙ্গে। খুব ভালো লাগছে। বনভোজনের স্পটে প্রবেশ করেই চোখে পড়ল বেশ কিছু সাদা-কালো ছবি। সেসব ছবিতে না ফেরার দেশে চলে যাওয়া তারকাদের স্মরণ করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। এই ট্রিবিউট দিয়ে শিল্পীদের কাছে প্রশংসিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণরা।

সর্বশেষ খবর