শাহরুখ-দীপিকার ‘পাঠান’ উদ্বোধনী দিনে আয়ের রেকর্ডে শামিল হয়েছে। মুক্তির আগেই তুমুল বিতর্ক ও আলোচনা-সমালোচনার ঢেউ তোলা সিনেমাটি বক্স অফিসেও বইয়ে দিয়েছে ঝোড়ো হাওয়া। মুক্তির প্রথম দিনে শুধু হিন্দি সংস্করণেই এটির বক্স অফিস কালেকশন অন্তত ৫১ কোটি রুপি বলে প্রাথমিক হিসাব থেকে ধারণা করা হচ্ছে। বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, প্রাথমিক হিসাবে উদ্বোধনী দিনে রেকর্ড আয়কারী সিনেমাটি দারুণ ব্যবসা করতে চলেছে। মুক্তির দিনেই এমন আয়ের রেকর্ড বলিউডে খুব বেশি সিনেমার নেই। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ভারতসহ ১০০টিরও বেশি দেশে মুক্তি পেয়েছে পাঠান।