মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
বাপ্পারাজ

বিরোধিতা করলেন

 শোবিজ প্রতিবেদক

বিরোধিতা করলেন

উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র প্রদর্শন বন্ধের দাবিতে বরাবরই উত্তাল দেশীয় চলচ্চিত্রাঙ্গন। এবার বিষয়টির ঘোর বিরোধিতা করেন নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। ‘হিন্দি ছবি আমদানি করে ১০ পার্সেন্ট নিয়ে শিল্পী সমিতি কী করবে? এই কমিশন চাওয়াটা শিল্পী সমিতির করুণ অবস্থাকেই বোঝায়। তাঁদের এতই করুণ অবস্থা যে, হিন্দি সিনেমার লাভ নিয়ে চলতে হবে?’ এভাবেই প্রশ্ন রাখেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক বাপ্পারাজ। এই নায়ক বলেন, ‘হিন্দি সিনেমা আমদানি করলে চলচ্চিত্রের নেতা-নেত্রীরা লাভবান হবেন, তা ছাড়া তো আর কাউকে লাভবান হওয়া দেখছি না।’ বাপ্পারাজ আরও বলেন, ‘আমরা ছোট ইন্ডাস্ট্রিতে কাজ করি। আমাদের একটা ছোট ইন্ডাস্ট্রি, আমাদের ওভারসিজ মার্কেট নেই। ভারতের তো ১০০ ওভারসিজ মার্কেট রয়েছে, তারপরও তারা বাংলাদেশে সিনেমা চালাতে চাচ্ছে। ঠিক আছে চালাক। কিন্তু আমাদের সিনেমা ওদের দেশে চালানোর সুযোগ দিক, ওরা কেন আমাদের সিনেমাকে আটকাচ্ছে?’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর