সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সানি লিওন

অল্পের জন্য রক্ষা

 শোবিজ ডেস্ক

অল্পের জন্য রক্ষা

ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইমফলের হাত্তা কাংজেইবুং এলাকায় বলিউড অভিনেত্রী সানি লিওনের ফ্যাশন শোর ভেন্যুর কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার ইমফলের একটি ফ্যাশন শো অনুষ্ঠানস্থলের কাছে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ওই ফ্যাশন শোয় রবিবার সানি লিওনের উপস্থিত হওয়ার কথা বলে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে অনুষ্ঠানস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরে বিস্ফোরণটি ঘটে। ওই কর্মকর্তা বলেন, বিস্ফোরণটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস নাকি গ্রেনেডের কারণে হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর