‘আগুন’ ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সোমবার বিকালে রাজধানীর আফতাবনগরে বদিউল আলম খোকন পরিচালিত এ ছবির অ্যাকশন দৃশ্য করতে গিয়ে তাঁর ডান পা মচকে যায়। এতে তিনি আহত হন। শাকিব খানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক আগামী কয়েকদিন শাকিবকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। প্রযোজক প্রতিষ্ঠানের আগামী ঈদে শাকিব অভিনীত ছবি ‘আগুন’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে আরও আছেন জাহারা মিতু, মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ। বাকি আছে দুটি গানের শুটিং। জানা যায়, শাকিব খান সুস্থ হলে ছবির গানের শুটিংয়ে অংশ নেবেন। শাকিব জানান, পায়ে ব্যথা পেয়েছেন, তবে এখন সুস্থ আছেন। দুয়েক দিন বিশ্রাম নিয়ে আবার তিনি শুটিংয়ে ফিরবেন।