বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জয়ন্ত চট্টোপাধ্যায়ের সন্তুষ্টি

শোবিজ প্রতিবেদক

জয়ন্ত চট্টোপাধ্যায়ের সন্তুষ্টি

রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক-২০২৩ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার ১৯ ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হচ্ছে। আবৃত্তিতে পদক পাচ্ছেন অভিনেতা ও আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়। পদক পাওয়ার অনুভূতিতে তিনি বললেন, ‘একটা গান গাইতে ইচ্ছে করছে- আমার বলার কিছু ছিল না।’ তবু কিছু কথা তো বলার থাকেই। সেগুলো কেমন? জীবনের ৭৬ বসন্ত পেরিয়ে অবশেষে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন। যে পদকের জন্য অনেকে অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। কিন্তু তাদের দলে নিজেকে শামিল করতে নারাজ জয়ন্ত চট্টোপাধ্যায়। তাঁর ভাষ্য, ‘আমি এ ধরনের প্রাপ্তিতে নিরাসক্ত। আমি জানিও না আমাকে দিয়েছে। যা হোক, বেটার লেট দ্যান নেভার। অন্তত আমার ছেলেমেয়েদের নিতে হয়নি, জীবিত অবস্থায় দিয়েছে, এটাই যথেষ্ট।’ মূলত অভিনেতা হিসেবেই জয়ন্ত চট্টোপাধ্যায়ের পরিচিতি, খ্যাতি। আবৃত্তিশিল্পী হিসেবে তাঁর সুনাম রয়েছে বটে, তবে অভিনয়ের তুলনায় তা যৎসামান্য। অথচ তাঁকে অভিনয়ে না দিয়ে পদক দেওয়া হচ্ছে আবৃত্তিতে। এ নিয়ে অবশ্য আক্ষেপ-আফসোস কিছুই নেই তাঁর। তাঁর মন্তব্য, ‘যাঁরা দিয়েছেন, তাঁরা হয়তো আমার অভিনয় দেখেননি, দেখার সুযোগ পাননি। আমি তো লেখালেখি, অভিনয়, আবৃত্তি- তিনটাই করি; তাঁরা কি আমাকে তিনটি পদক দেবেন!’

সর্বশেষ খবর