ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নাইস নূর লিখেছেন টেলিফিল্ম ‘স্টুডিও মাধবী’। এটি পরিচালনা করেছেন এহসান এলাহী বাপ্পী। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, আদিল, বৃষ্টি ও তামুর। নাইস নূর বলেন, ‘কারওয়ান বাজারে স্টুডিও মাধবী নামে একটা আছে। নামটা ভালো লাগে আমার। তখনই মনে হয়ছিল এই নামে একটা নাটক লিখব।’ পরিচালক এহসান এলাহী বাপ্পী বলেন, ‘স্টুডিও মাধবী ভিন্নধর্মী একটা গল্প। গ্রামীণ পরিবেশে খুব সুন্দর লোকেশনে আমরা শুটিং করেছি। আশা করছি, দর্শকদের টেলিফিল্মটি ভালো লাগবে।’ এটি চ্যানেল আইয়ে শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে।