তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেছেন বলিউড অভিনেত্রী ও গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নোট লিখে তাঁর লাখ লাখ ভক্ত-অনুগামীকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো থেকে হৃদয় বিদারক দৃশ্য শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘বিধ্বংসী ভূমিকম্পের এক সপ্তাহ পরও তুরস্ক এবং সিরিয়ার জনগণের যন্ত্রণা অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযান নিরলস। কিছু আশার মুহূর্ত তৈরি হয়েছে যেখানে একটি তিন মাস বয়সী শিশুকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছিল। অনেকে এখনো আটকা পড়ে আছেন, অপেক্ষা করছেন এবং উদ্ধার পাওয়ার আশা করছেন। তাদের পরিবার কোনো অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করছে। এটা হৃদয়বিদারক। সবাইকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানাই।’