টিভি নাটকের অনেক তারকা এখন ওটিটি প্ল্যাটফরমের নিয়মিত মুখ। বিশেষ করে বলা যায় ওয়েব সিরিজগুলো এখন তাদের দখলে। তবে ছোট পর্দার জনপ্রিয় মুখ হলেও এখন পর্যন্ত ওয়েব সিরিজে দেখা মেলেনি সাবিলা নূরের। সেই জায়গাটাও এবার পূরণ হতে যাচ্ছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘মারকিউলিস’ দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে সাবিলা নূরের। আবু শাহেদ ইমন পরিচালনা করছেন এটি। প্রথম ওয়েব সিরিজের অভিজ্ঞতা নিয়ে সাবিলা নূর বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম জয়িতা। একটি মেয়ের জার্নির মাধ্যমে কিছু গল্প রিভিল হয়। একটি মেয়ে নতুন একটা ঘটনা নিয়ে কীভাবে তার জীবনকে কন্ট্রোল করবে সেটি এই সিরিজের মূল আলাপ।’ সাবিলা আরও বলেন, ‘আসলে আমরা যখন টিভি সিরিজে কাজ করি তখন এত বড় টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয় না। এই কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারা জীবন থাকবে। এই সিরিজের সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। শাহেদ ভাই অসাধারণ একজন পরিচালক। তাঁর কাজের প্রসেস খুবই দারুণ ও ইউনিক। এ ছাড়া মেকআপ ও কস্টিউমসহ সব কিছু দারুণ ছিল।’