ফারিণকে কিছুদিন আগে অসুস্থতার কারণে থাইল্যান্ডে যেতে হয়। জানা যায়, তার নাকের ভিতর একটা সিস্ট হয়েছিল। সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে সেটি কেটে বাদ দেওয়া হয়েছে। অভিনেত্রী এখন অনেকটাই ভালো আছেন। তার ঘনিষ্ঠজন আরও জানান, ১৮ মার্চ ফারিণের সেলাই কাটা হয়। সেই কথার সত্যতা মিলল ফারিণের ফেসবুক অ্যাকাউন্টের ছবিগুলো দেখলে। সুস্থ হয়ে এখন তিনি চষে বেড়াচ্ছেন থাইল্যান্ডের বিভিন্ন স্থান। সেখানকার সেন্টারা গ্র্যান্ড মিরাজ বিচ রিসোর্টে এভাবেই দৃশ্যবন্দি হয়েছেন এ অভিনেত্রী। তার বেশ কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।