জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও গীতিকার মীর সাব্বির। সম্প্রতি তিনি ‘রাত জাগা ফুল’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য পেয়েছেন সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই অভিনেতা দীর্ঘদিন পর তাঁর প্রিয় নির্মাতা গোলাম সোহরাব দোদুলের নির্মাণে কাজ করেছেন। এটির নাম ‘মিলন হবে কতোদিনে’। রচনায় আহমেদ শাহাবউদ্দিন ও প্রযোজনায় লাইট অ্যান্ড শ্যাডো। এটিতে মীর সাব্বিরের সঙ্গে আরও অভিনয় করেছেন শারমিন জোহা শশী, শামিমা তুষ্টিসহ অনেকেই। এটির শুটিং সম্পন্ন হয়েছে ঢাকার অদূরে পূবাইলের মনোরম কিছু লোকেশনে। জানা যায়, শিগগিরই এটি যে কোনো প্ল্যাটফরমে প্রচার হবে। এই চার জনপ্রিয় অভিনয় শিল্পীর কাজ মানেই নতুন কিছু এবং দর্শকের আগ্রহের পারদ মাত্রা ছাড়িয়ে যাওয়া। এই নাটকটিতেও তাঁরা সবার নজর কাড়বেন বলে আশা করছেন।