প্রখ্যাত সাংবাদিক দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মাহাবুবা চৌধুরীর আমন্ত্রণ ও উপস্থাপনায় টিভি চ্যানেল বাংলাভিশনের মাহে রমজানের বিশেষ রান্নার আয়োজন ‘রুহ আফজা মজাদার ইফতার’ অনুষ্ঠানে আজ আসছেন পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট রন্ধনশিল্পী সোনিয়া রহমান। ইফতারের মজাদার রেসেপি নিয়ে দর্শকদের সামনে আজ বিকাল ৪টা ৩৫ মিনিটে প্রচারিতব্য এ অনুষ্ঠানে দেখা যাবে এ দুই কর্মপ্রাণ নারীকে। ‘রুহ আফজা মজাদার ইফতার’-এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বাংলাভিশনেরে হেড অব প্রোগ্রাম তারেক আখন্দ এবং প্রযোজনা করেছেন সুব্রত দে।