বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মিথ্যা খবর রটানোয় বিরক্ত অমিতাভ

শোবিজ ডেস্ক

মিথ্যা খবর রটানোয় বিরক্ত অমিতাভ

একের পর এক মিথ্যা খবর রটানো হচ্ছে বচ্চন পরিবারের সদস্যদের নিয়ে। প্রথমে ঐশ্বরিয়া, এরপর আরাধ্যকে নিয়ে ছড়ানো হয়েছে ভুয়া খবর। এতে ব্যাপক চটেছেন অমিতাভ বচ্চন। টুইটারে সাংবাদিকদের নিয়ে একটি পোস্ট করেছেন অভিনেতা। সম্প্রতি একটি টুইট করেন অমিতাভ। সেখানে তিনি লেখেন, ‘আমার কাজের সময়ে পুরো দেশে পরিচিত সাংবাদিক ছিলেন ৮ হাজার ২৯৮ জন। আর এখন পুরো দেশে ১.৩ মিলিয়ন সাংবাদিক রয়েছেন। তারাই এখন আমাদের পথ দেখান, শিক্ষিত করেন।’ ঐশ্বরিয়াও এ প্রসঙ্গে মুখ খুলেছেন। অভিনেত্রীর নতুন ছবি, ‘পোন্নিয়ান সেলভান ২’-এর প্রচারের সময়, পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেন, ‘আমি সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানাই যে তাদেরই একজন স্বীকার করেছেন, ভিত্তিহীন খবর মানুষকে মানসিকভাবে ভীষণ আঘাত করে। এটা চিরস্থায়ী হোক। আশা করি ভবিষ্যতেও মানুষ এ ধরনের কাজ করবেন না এবং এ ধরনের কাজে উৎসাহ দেবেন না।’ ১১ বছরের আরাধ্য সম্প্রতি এক ইউটিউব ট্যাবলয়েডের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাই কোর্টের। আরাধ্যর স্বাস্থ্য নিয়ে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ উঠেছে ওই ট্যাবলয়েডের বিরুদ্ধে।  আরাধ্যর দায়ের করা পিটিশনে ১০টি সংস্থাকে তার সম্পর্কে ‘সব ভিডিও ডি-লিস্ট এবং নিষ্ক্রিয়’ করতে বলা হয়েছে।

সর্বশেষ খবর