বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

একক চিত্র প্রদর্শনী

শোবিজ প্রতিবেদক

তামিমার দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে ২৮ এপ্রিল থেকে। নাট্যাচার্য সেলিম আল দীনের পাঁচালিজাত নাটক ‘প্রাচ্য’ দুই যুগ আগে ঢাকার মঞ্চে প্রদর্শিত হয়েছিল ঢাকা থিয়েটারের প্রযোজনায়। তারও বেশ ক’বছর পর চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্ট মূকাভিনয়ে মঞ্চস্থ করেছিল নাটকটি। একই নাটক এবার শিল্পী তামিমা সুলতানা চিত্রভাষায় ‘প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ’ শিরোনামে প্রদর্শনী করতে যাচ্ছে ঢাকার আর্ট গ্যালারি কলাকেন্দ্রে। ঢাকা থিয়েটারের আয়োজনে ২৮ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এই প্রদর্শনীর উদ্বোধনী দিনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী আবুল বারক আলভি এবং নিসার হোসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর