সম্প্রতি প্রকাশ করা হয়েছে ‘অর্ধাঙ্গিনী’ ছবির ট্রেইলার। ৩ মিনিট ৫ সেকেন্ডের এই ঝলকে নিজ নিজ চরিত্রে মুনশিয়ানা দেখাতে কার্পণ্য করেননি কেউই। এখানে জয়ার মুগ্ধতায় বুঁদ হয়েছেন দর্শক। আর নির্মাতা হিসেবে গল্পের প্লট কিংবা সংলাপের মুগ্ধতা বরাবরের মতোই ধরে রেখেছেন কৌশিক গাঙ্গুলী। এ ছাড়া ছবির গানগুলো আলাদাভাবে দর্শকের হৃদয়ের দুয়ারে কড়া নাড়ছে। গল্পটি প্রাক্তন আর বর্তমানকে নিয়ে। এক পুরুষের জীবনের দুই নারীর হৃদয়ের যুদ্ধ নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। জয়া ছাড়াও ট্রেইলারে নজর কেড়েছেন অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী ও অভিনেতা কৌশিক সেন। সিনেমাটিতে জয়াকে দেখা যাবে কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে, আর চূর্ণী থাকবেন তাঁর সাবেক স্ত্রীর ভূমিকায়। ঘটনাক্রমে এক সমান্তরাল পথেই হাঁটবে এই তিনজনের জীবন। কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, দুই নারীর এক অদ্ভুত সম্পর্কের গল্পে নির্মাণ করা হয়েছে ‘অর্ধাঙ্গিনী’। তবে এটি ত্রিভুজ প্রেমের গল্প নয়। কৌশিক গাঙ্গুলীর নির্মাণে এটি জয়া আহসানের তৃতীয় ছবি। এর আগে তাঁরা ‘বিজয়া’ ও ‘বিসর্জন’র মতো ছবি উপহার দিয়েছেন। দুটি ছবির জন্যই ভারতের ফিল্মফেয়ার জিতেছিলেন জয়া। ‘অর্ধাঙ্গিনী’তে আরও অভিনয় করেছেন অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস। আগামী ২ জুন এটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘অর্ধাঙ্গিনী’ ছাড়াও কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া অভিনীত ‘ওসিডি’, ‘ভূতপরী’, ‘কালান্তর’ ও ‘পুতুল নাচের ইতিকথা’। অনিরুদ্ধ রায়চৌধুরীর একটি হিন্দি সিনেমার শুটিংও শেষ করেছেন জয়া আহসান। সিনেমায় তাঁর সহশিল্পী পঙ্কজ ত্রিপাঠী, সানজানা সাঙ্ঘি ও পার্বতী। দেশে জয়ার মুক্তির অপেক্ষায় রয়েছে নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’ ও পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’ সিনেমাগুলো।