নয় বছরের বিরতি নিয়ে ফের পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। খবরটি তাঁর ভক্তরা গত বছরই জেনেছেন। তবে সবার অপেক্ষা ছিল ঠিক কবে বড় পর্দায় প্রত্যাবর্তন করছেন এই তারকা। সেই প্রশ্নের উত্তর মিলল বুধবার রাতে। এ দিন মাহফুজ আহমেদ অভিনীত নতুন সিনেমা ‘প্রহেলিকা’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে নির্মাতা চয়নিকা চৌধুরী জানিয়ে দিলেন আর বেশি দেরি নয়, আসছে ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন মাহফুজ। এই সিনেমায় মাহফুজের চরিত্রের নাম মনা। ফার্স্ট লুকে উল্টো অবস্থায় আক্রোশে-আর্তনাদে ফেটে পড়া রহস্যময় এক অবতারে দেখা যাচ্ছে তাঁকে। দুই পাশ থেকে তাঁর দুটি হাত চেপে ধরে আছে কেউ। মনে হচ্ছে মৃত্যুর মুখ থেকে বাঁচার আকুতি জানাচ্ছে সে। গায়ে কালো পোশাক, মাঝারি দাঁড়ি-গোফ আর মাথায় টুপি। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে তাঁর দাঁতখোলা প্রতিবাদী হাসি। প্রকাশিত পোস্টারের একেবারে নিচে লাল বর্ণে লেখা ‘ভালোবাসার দ্রোহ’- দুটি শব্দের এই বাক্যই বুঝিয়ে দিচ্ছে সিনেমার গল্পে কতটা রোমান্স আর হাহাকার থাকবে। প্রেক্ষাগৃহেই মনার এই রূপের আসল কারণ উন্মোচিত হবে। এর আগে ‘আমাদের নুরুল হুদা’ বা ‘চৈতা পাগল’ নাটকেও এমন চরিত্রে দেখা গেছে মাহফুজকে। যে দুটি চরিত্র দর্শক আজও গেঁথে রেখেছেন হৃদয়ে। তবে বড় পর্দায় এই চরিত্রে তিনি কীভাবে হাজির হন সেটি নিয়ে কৌতূহল দর্শকের। এই সিনেমায় মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী। এবারই প্রথম একসঙ্গে কোনো কাজ করেছেন তাঁরা। সিনেমায় দুজনের রসায়ন কেমন জমেছে সেটি দেখতে হলে অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত। ‘প্রহেলিকা’র কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা প্রমুখ।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা