সোমবার, ২২ মে, ২০২৩ ০০:০০ টা

আসাদুজ্জামান নূরের ‘রিমান্ড’

শোবিজ প্রতিবেদক

নাটক ‘রিমান্ড’ চার মাস বাদে ফের ফিরছে মঞ্চে। ঢাকার জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ ৭টায় হৃৎমঞ্চ প্রযোজিত এ নাটকের প্রদর্শনী হবে। রচনার পাশাপাশি ‘রিমান্ড’ নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। শুভাশিস সিনহা বলেন, ‘নাটকটির মধ্য দিয়ে এ সময়কেই খুঁজে পাবেন দর্শক। রিমান্ড কক্ষে একজন লেখককে পুলিশের জেরার মধ্য দিয়ে জীবনের অন্যরকম দর্শন উন্মোচিত হয়। নাগরিক নাট্যসম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রণোদনায় এবার ‘রিমান্ড’-এর চতুর্থ ও পঞ্চম প্রদর্শনী হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্দেশক শুভাশিস সিনহা। লেখকের চরিত্রে অভিনয় করছেন আসাদুজ্জামান নূর।

 

সর্বশেষ খবর