বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ০০:০০ টা

কুমার বিশ্বজিতের অন্যরকম দিন

শোবিজ প্রতিবেদক

কুমার বিশ্বজিতের অন্যরকম দিন

‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘তুমি রোজ বিকেলে’ কিংবা ‘যেখানে সীমান্ত তোমার’-এর মতো গান দিয়ে এখনো শ্রোতাদের হৃদয়ে চিরসবুজ হয়ে আছেন কুমার বিশ্বজিৎ। আজ তার অন্যরকম ভালো লাগার একটি দিন, মানে জন্মদিন। ১৯৬৩ সালের ১ জুন জন্মগ্রহণ করেন কুমার বিশ্বজিৎ। চট্টগ্রাম জেলায় তার শৈশব কেটেছে। ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গান দিয়ে উচ্চমাধ্যমিকের ছাত্রাবস্থাতেই তিনি পেয়েছিলেন জনপ্রিয় গায়কের খ্যাতি। এরপর বহুদূর এগিয়ে এসেছেন। গানে চার দশকের বেশি সময় ধরে কণ্ঠ দিচ্ছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন মধুমাখা কণ্ঠের এ গায়ক।

সর্বশেষ খবর