শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আবুল হায়াতের আক্ষেপ

শোবিজ প্রতিবেদক

আবুল হায়াতের আক্ষেপ

খারাপ অভিনয়ের জন্য নির্দেশক দায়ী বলে মন্তব্য করেছেন অভিনেতা আবুল হায়াত। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিনেতা আরও বলেন, ‘আমাদের মিডিয়ার প্রধান সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। এ কারণে ওটিটিতে ঝুঁকছে বেশির ভাগ আর্টিস্ট। যেখানে ইচ্ছামতো কাজ করা যায়।’ নিজের কাজের প্রসঙ্গ তুলে এ অভিনেতা বলেন, ‘আমি যে আড়াই বা ৩ লাখের মধ্যেই আছি। আর সেখানে দুটি দিন, অর্থাৎ ১২ ঘণ্টা, ১২ ঘণ্টা মোট ২৪ ঘণ্টায় আমাদের ৪৫ মিনিট অথবা ৬০ মিনিটের একটি নাটক করতে হয়। এ সময় আমি অসুস্থ থাকি আর যাই হোক না কেন আমাকে এ সময়েই কাজটি করতে হবে। সুতরাং আমাদের অনেকভাবে হাত-পা বাঁধা।’ আবুল হায়াত আরও বলেন, ‘টেলিভিশন নাটক বলতে আমরা যা বুঝি, তা আমরা করি না। আমরা এখন ফিল্ম বানাই। আমাদের গল্প দেখলেই আপনারা বুঝতে পারবেন নাটক বলতে যা বোঝায় এগুলো তা নয়, এগুলো ফিল্ম।’ তিনি আরও বলেন, ‘আমাদের উত্তরণ এতটুকুই ঘটেছে মিডিয়ায় টেলিভিশন নাটক বানাতাম আমরা, এখন টেলিভিশনে ফিল্ম বানাচ্ছি।’ উল্লেখ্য, বরেণ্য এই অভিনেতার ১৯৬৯ সালে ইডিপাস নাটকে অভিনয়ের মধ্য দিয়ে টিভি পর্দায় অভিষেক ঘটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর