এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে সিনেমা বানাচ্ছেন শুভ্রজিৎ মিত্র। নাম ‘দেবী চৌধুরানী’। সিনেমায় ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ আর দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন শ্রাবন্তী। তবে মূল চমক হচ্ছে, এই সিনেমাটির সংলাপ কোচ হিসেবে যুক্ত হয়েছেন দুই বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নির্মাতা জানান, ‘প্রায় ৩০০ বছর আগের পটভূমিতে তৈরি একটা ছবিতে সেই সময়ের শরীরীভাষা বা কথ্যভাষা একেবারেই আলাদা হওয়ার কথা। যেহেতু রংপুর থেকে এই গল্পটা শুরু হয়ে ক্রমশ বৃহত্তর বাংলায় ছড়িয়ে পড়ে, তাই পূর্ববঙ্গের ভাষার পাশাপাশি পশ্চিমের ভাষাও রাখতে হবে। সে জন্য পূর্ববঙ্গীয় ভাষা সংক্রান্ত ওয়ার্কশপ করাচ্ছেন মিথিলা (রাফিয়াত রশিদ) এবং অন্যান্য তালিম দিচ্ছেন সোহাগ সেন।’ মিথিলা বলেন, ‘এখনো সরাসরি শুরু করেননি। তবে কাজ এগিয়ে চলছে। চিত্রনাট্য তৈরির পাশাপাশি মিথিলা ভয়েস ম্যাসেজের মাধ্যমে কোচিং করাচ্ছেন। আর সরাসরি ওয়ার্কশপ করাবেন অক্টোবর থেকে।’ মিথিলা আরও বলেন, ‘এই ছবিটার মূল পটভূমি হলো ব্রিটিশবিরোধী আন্দোলন। যা শুরু হয় বাংলাদেশের রংপুর থেকে। এরপর তা গোটা বাংলায় ছড়িয়ে পড়ে। সেই সুবাদে সিনেমার বেশ কিছু চরিত্র বাংলাদেশের আঞ্চলিক টোনে কথা বলবে। সেই চরিত্রগুলোর জন্য সংলাপ লেখা এবং শিল্পীদের উচ্চারণ অনুশীলন করানোই আমার মূল কাজ। এখন চিত্রনাট্য লেখা চলছে, আমি ইনপুট দিচ্ছি ভয়েস ক্লিপ দিয়ে। অক্টোবর নাগাদ সরাসরি ওয়ার্কশপ করব। কাজটি করার সুযোগ পেয়ে আমার মজাই লাগছে। আর ‘দেবী চৌধুরানী’ অনেক বড় প্রজেক্ট। টলিউডের না বলে এটা ইন্টারন্যাশনাল প্রজেক্টও বলা যায়। কারণ, বাংলা ছাড়াও ছবিটি আরও ছয়টি ভাষায় নির্মিত হবে।’ উল্লেখ্য, আড়াই মাস ধরে শুটিংয়ের পরিকল্পনা করছেন নির্মাতা। আর টার্গেট ২০২৪-এর শরৎকালে ছবিটা মুক্তি দেওয়ার।
শিরোনাম
- ভয় না পেয়ে জনগণকে দৃঢ় থাকার আহ্বান খামেনির
- বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত
- স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার
- রীতেশ নয়, জন আব্রাহামের সঙ্গে বিয়ে? মুখ খুললেন জেনেলিয়া
- পরিচালকের সঙ্গে সম্পর্কে সামান্থা, আলোচনায় প্রাক্তন স্ত্রী শ্যামলী
- ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে সম্ভাব্য ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে তুরস্ক
- সকালে কোন মিসাইল ব্যবহার করেছে ইরান, বুঝতেই পারছে না ইসরায়েল
- বর্ষায় পাহাড়ের ডাক, সাবধানতার ছায়া সঙ্গী করেই হোক ভ্রমণ
- ট্রাম্পের ‘অনুভূতি’ নিয়ে খেলছেন নেতানিয়াহু: সাবেক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৪৮
- ইরানে হামলা নিয়ে দ্বিধাবিভক্ত যুক্তরাষ্ট্র: মার্কিন কূটনীতিক
- এবার মিসাইল নিক্ষেপ করল উত্তর কোরিয়া
- রোহিঙ্গাদের জন্য সুইডেনের ২.১ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা
- বিয়ে করেনি ছেলে তবুও যেভাবে শাশুড়ি হলেন শ্রাবন্তী
- শাহরুখের 'কিং' সিনেমায় থাকছে শিরানের গান
- নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
- ইসরায়েলের ক্ষতিগ্রস্ত এলাকায় বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ার শঙ্কা
- ইরানের সর্বশেষ হামলায় ইসরায়েলে আহত ১৩৭: আল-জাজিরা
- সরকারের প্রতিটি অংশকে ইরানের জন্য কাজ করার নির্দেশ পেজেশকিয়ানের
- অডিও ফাঁস নিয়ে তোলপাড়, পদচ্যুত হতে পারেন থাই প্রধানমন্ত্রী
ভাষা শেখাবেন মিথিলা
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
