এবার ওপার বাংলায় প্রশংসার ফুলঝুরিতে ভাসছেন এপার বাংলার অভিনেত্রী মিথিলা। ৭ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত সিনেমা ‘মায়া’। ছবিটি দিয়েই টালিউডে বাংলাদেশি এ অভিনেত্রীর অভিষেক হলো। মুক্তির পর পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ছবিতে মিথিলার অভিনয়ের প্রশংসা করেছে। ‘লোভ-লালসা-উচ্চাকাক্সক্ষা নিয়ে তৈরি ‘মায়া’। নজর কাড়লেন মিথিলা-কমলেশ্বর-রাহুলরা’- এমন শিরোনামে ছবিটির রিভিউ প্রকাশ করেছে সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণ। পাঁচের রেটিংয়ে ছবিটি পেয়েছে সাড়ে চার। মিথিলার অভিনয় সম্পর্কে লেখা হয়েছে, ‘তারকাখচিত ছবি আর রাজর্ষি একাধিক তারকা নিয়ে কাজ করতে পটু, সেটা জানাই আছে। এই ছবিতেও তাঁর ব্যতিক্রম ঘটেনি। লর্ড ও লেডির চরিত্রে কমলেশ্বর মুখোপাধ্যায় এবং রাফিয়াত রশিদ মিথিলা খুবই ভালো। মিথিলার পোশাক ও সাজসজ্জা শেকসপিয়ারের সময়কে মনে করায়।’ ‘টলিপাড়ায় ম্যাকবেথ, এক ধর্ষিতা নারীর জীবনযুদ্ধের কাহিনি জিতে নিল দর্শকদের মন’ শিরোনামের প্রতিবেদনে মিথিলার লুক প্রসঙ্গে এই সময় লিখেছে, ‘মায়া ছবিতে কালো পোশাকে সৃজিতপত্নীকে অনেক বেশি রহস্যময়ী করে তুলেছে। ছবিতে মিথিলার মাথায় দেখা গেছে জটা চুল এবং গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা। অভিনয়ের পাশাপাশি মিথিলার এই লুক নজর কেড়েছে সিনেপ্রেমীদের।’ ‘ম্যাকবেথ’-এর ছাঁচে নারীকেন্দ্রিক ছবি ‘মায়া’ মিথিলার অঙুলি হেলনে গল্পের পথচলা’ শিরোনামে ছবিটির দীর্ঘ সমালোচনা প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস বাংলার অনলাইন সংস্করণ। বাংলাদেশি অভিনেত্রীর ভূয়সী প্রশংসা করে হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘তারকাখচিত এই ছবিতে অভিনেতারা প্রত্যেকেই অসাধারণ। নারী চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর যে দুজন কেড়েছেন, তাঁরা হলেন সুদীপ্তা চক্রবর্তী ও রাফিয়াত রশিদ মিথিলা। ‘মায়া’, যাঁর অঙুলি হেলনে পুরো গল্পের পথচলা, সেই মিথিলা তাঁর ডেবিউ ছবিতেই বুঝিয়ে দিয়েছেন তিনি জাত অভিনেত্রী।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ