মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমা, নাটক, ধারাবাহিকসহ নানা কালজয়ী কাজ দর্শককে উপহার দিয়েছেন তিনি। দেশ-বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে সমাদৃত হয়েছে তার পরিচালিত সিনেমা। এবার তিনি অভিনয় করছেন নিজ পরিচালিত সিনেমায়। তাকে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ‘অটোবায়োগ্রাফি’ সিনেমায়। ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। প্রথম অভিনেতা হিসেবে অভিজ্ঞতা নিয়ে ফারুকী বলেন, ‘শুটিং শুরু হয়ে যাওয়ার পর তেমন কোনো আলাদা অনুভূতিই হয়নি। মনে হয়েছে, এটাই তো স্বাভাবিক।’ অটোবায়োগ্রাফিতে ফারুকী-তিশা অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লেখার কাজটিও করেছেন একসঙ্গে। ফারুকীর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে তিশা বলেন, ‘ফারুকী খুব ভালো ডিরেক্টরের সঙ্গে সঙ্গে ভালো একজন অভিনেতা আগে থেকেই ছিল। কিন্তু সেটা ক্যামেরার পেছনে ছিল। এখন সেটা সবার সামনে চলে এলো আরকি!’