মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ফারুকী-তিশার বুসান জয়

শোবিজ প্রতিবেদক

ফারুকী-তিশার বুসান জয়

দক্ষিণ কোরিয়ার বুসানে দর্শকদের মন ছুঁয়েছে মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। বাংলা ভাষায় নির্মিত ছবিটির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পেরেছেন বিভিন্ন ভাষাভাষী দর্শকরা। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে বিভিন্ন বয়সী দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে আপ্লুুত এই তারকা দম্পতি। তাঁরাই এর গল্পকার ও চিত্রনাট্যকার। রবিবার রাত ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিট) উৎসবের মূল কেন্দ্র বুসান সিনেমা সেন্টারের সিনেমাথিকে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। বেশ কয়েকজন দর্শকের মন্তব্য- মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবিটি একই সঙ্গে ব্যক্তিগত এবং রাজনৈতিক। দর্শকদের সাড়া প্রসঙ্গে ফারুকী বলেন, ‘আমরা যা বলতে চেয়েছি, দর্শকদের মধ্যে ছবিটি সেই অনুরণন ঘটিয়েছে দেখে ভালো লেগেছে। সাধারণত দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেলে ভালোই লাগে। কিন্তু এবারের অনুভূতিটা অন্যরকম। কারণ এই গল্পে আমার আর তিশার ব্যক্তিগত জীবনের প্রতিফলন রয়েছে। আমাদের মধ্যে প্রেমের বাইরে অনেক গল্প আছে যেগুলো এই ছবিতে তুলে ধরেছি। এগুলোর সঙ্গে দর্শকরা সম্পৃক্ত হতে পারায় আমি আনন্দিত।’ গল্পে দেখা যায়, ফারহান ও তিথি তারকা দম্পতি। ফারহান পেশায় চলচ্চিত্র পরিচালক। তিথি একজন অভিনেত্রী। বিয়ের ১২ বছর পেরিয়ে যাওয়ার পরও সন্তান না হওয়ায় ঘরে-বাইরে সামাজিক চাপে পড়ে তারা। ফারহান চরিত্রে অভিনয় করেছেন ফারুকী। তিথির ভূমিকায় আছেন তিশা। ফারুকী প্রথমবার অভিনয় করলেও তাঁকে পেশাদার অভিনেতাই মনে করেছেন ভিনদেশি দর্শকরা। তাঁর সাবলীল সংলাপ বলা ও দারুণভাবে সব অভিব্যক্তি প্রকাশ প্রশংসা কুড়িয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর