গাজী মাজহারুল আনোয়ার। এ নামটিই যথেষ্ট। আর কোনো উপমার প্রয়োজন নেই। আজ এই বরেণ্য গীতিকার ও চলচ্চিত্রকারের জন্মদিন। ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি এসেছিলেন পৃথিবীতে। আর বিদায় নিয়েছেন ২০২২ সালের ৪ সেপ্টেম্বর। এর ফাঁকে জীবদ্দশায় এমন সব সৃষ্টি উপহার দিয়ে গেছেন, যা গোটা দেশের জন্যই বিস্ময়। দেশের ইতিহাসে সর্বাধিক গান রচনার অনন্য রেকর্ড তাঁর দখলে। সর্বাধিক সফল গানও এসেছে তাঁর কলম থেকেই। কিংবদন্তি সেই গীতিকবির নাম গাজী মাজহারুল আনোয়ার। তিনি চলে গেলেও তাঁর রেখে যাওয়া গান মিশে আছে মানুষের হৃদয়ে। আর সেসব গানের পেছনের গল্প তাঁরই পরিবারের উদ্যোগে উঠে আসছে বইয়ের পাতায়। এবার ‘অল্প কথার গল্প গান’ (ভাষাচিত্র প্রকাশনী) শিরোনামের এই বইয়ের চতুর্থ খন্ড প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। সেই সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে একটি বই লিখেছেন তাঁরই স্ত্রী জোহরা গাজী।
‘আগুনের সাথে বসবাস’ (জার্নিম্যান বুকস) নামের বইটির মোড়কও একই আয়োজনে উন্মোচন করা হয়েছে। সংগীতাঙ্গনের তারকায় ঘেরা এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অনেক কিংবদন্তি। ছিলেন সৈয়দ আবদুল হাদী, মোহাম্মদ রফিকউজ্জামান, শেখ সাদী খান, খুরশীদ আলমের মতো কালজয়ী তারকা। গীতিকবির সহধর্মিণী জোহরা গাজী বললেন, ‘মহান স্বাধীনতার কলমযোদ্ধা, দেশপ্রেমিক এবং জীবনের সব ক্ষেত্রে সফল একজন মানুষ গাজী মাজহারুল আনোয়ার। তিনি একটি প্রতিষ্ঠান। সুদীর্ঘ ৬০ বছরের কর্মজীবন, ২০ হাজারের বেশি গান লিখেছেন। সংস্কৃতির প্রতিটি অঙ্গনে ছিল তাঁর সফল বিচরণ। নিজের সৃষ্টি দিয়ে তিনি সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করে গেছেন। তিনি কর্মজীবনে যেমন সফল, তেমনি ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও সফল ছিলেন। সবার প্রতি তিনি যথাযথ দায়িত্ব পালন করেছেন। তাঁর চরিত্র, ব্যক্তিত্ব, পরিবারের প্রতি দায়িত্ববোধ সবই আমাকে মুগ্ধ করত।’ মোড়ক উন্মোচনের এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস, শুভ্রদেব, ফাহমিদা নবী, মনির খান, ইমন সাহা, শওকত আলী ইমন, পলাশ, আলম আরা মিনু, আঁখি আলমগীর, কৌশিক হোসেন তাপস, কবিসন্তান দিঠি-উপলসহ অনেকে। সব শেষে সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শিরোনাম
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
‘ফিরতে হবে গাজী মাজহারুল আনোয়ারদের কাছেই’
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর