শাকিব খানের ফিল্মি ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হলো গত ২৮ মে। এ ২৫ বছরে দেশি প্রায় সব নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। এছাড়া বেশ কজন ভিনদেশি নায়িকার বিপরীতেও কাজ করেছেন। শাকিবের ভিনদেশি নায়িকাদের কথা তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ
স্বস্তিকা মুখার্জি
ভিনদেশি নায়িকা হিসেবে শাকিব খান প্রথম জুটি বাঁধেন কলকাতার নায়িকা স্বস্তিকা মুখার্জির সঙ্গে। দুজনকে নিয়ে এফআই মানিক পরিচালিত ‘সবার ওপরে তুমি’ ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় শাকিব খানের অভিনয়ের শুরুটাও হলো এ ছবির মাধ্যমে।
শ্রাবন্তী চ্যাটার্জি
২০১৬ সালে যৌথ প্রযোজনার ‘শিকারি’ সিনেমায় কলকাতার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধেন শাকিব। জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেন জাকির হোসেন সীমান্ত ও জয়দীপ মুখার্জি। এরপর ২০১৮ সালে আবার এ জুটিকে দেখা যায় ‘ভাইজান এলো রে’ সিনেমায়।
পাওলি দাম
২০১৭ সালের শুরুতে মুক্তি পায় সিনেমা ‘সত্তা’। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত এ ছবিতে শাকিব খান জুটি বাঁধেন কলকাতার নায়িকা পাওলি দামের সঙ্গে।
শুভশ্রী গাঙ্গুলি
২০১৭ সালে মুক্তি পায় ‘নবাব’ সিনেমা। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার এ ছবিতে শাকিবের নায়িকা হন শুভশ্রী গাঙ্গুলি। এটি পরিচালনা করেন জয়দীপ মুখার্জি। এরপর এ জুটি আবার ফিরে আসেন ‘চালবাজ’ সিনেমা নিয়ে ২০১৮ সালে। এটিও নির্মাণ করেন জয়দীপ মুখার্জি।
পায়েল সরকার
২০১৮ সালের সিনেমা ‘ভাইজান এলো রে’ দিয়ে প্রথমবার জুটি বাঁধেন শাকিব খান ও কলকাতার পায়েল সরকার।
নুসরাত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জি
‘নাকাব’ সিনেমায় শাকিব অভিনয় করেন কলকাতার দুই নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জির বিপরীতে। এটি নির্মাণ করেন রাজীব কুমার বিশ্বাস।
দর্শনা বণিক
২০২১ সালে শাকিব খানের সিনেমা ‘অন্তরাত্মা’য় নায়িকা হন কলকাতার দর্শনা বণিক। এটি পরিচালনা করেন ওয়াজেদ আলী সুমন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।
কোর্টনি কফি
চলতি বছর মুক্তি পাওয়া ‘রাজকুমার’ ছবিতে শাকিব খানের নায়িকা হন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।
ইধিকা পাল
গত বছর মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের নায়িকা হন কলকাতার ইধিকা পাল। ছবিটি নির্মাণ করেন হিমেল আশরাফ।
সোনাল চৌহান
অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
মিমি চক্রবর্তী
রায়হান রাফীর নির্মাণাধীন ‘তুফান’ ছবিতে জুটি বেঁধেছেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। এটি যৌথভাবে প্রযোজনা করছে চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে তুফান।