সবার জীবনেই খারাপ সময় আসে, আবার চলেও যায়। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের পরামর্শ হলো- জটিল ও কঠিন পরিস্থিতি মাথা ঠান্ডা রেখে মোকাবিলা করতে হবে। এ নায়িকার জীবনেও খারাপ সময় এসেছে বারবার। তা থেকে বেরিয়েও এসেছেন।
নিজের জীবনের সেই উদাহরণই তুলে এনেছেন ক্যাটরিনা। সব ঝামেলা সামলে কীভাবে হাসিখুশি থাকেন, একটি সাক্ষাৎকারে সেটাই জানিয়েছিলেন নায়িকা। ক্যাটরিনা জানান, অবসরে তিনি বই পড়েন। নিজেকে সময় দেন। আর ভরসা রাখেন মহাবিশ্বের স্রষ্টার প্রতি।
তার কথায়, ‘কেউ তো বানিয়েছেন এ গোটা সৃষ্টিকে! আমি তার হাতেই নিজেকে সঁপে দিতে শিখেছি। মহাজাগতিক বিষয়ে আমি আর মাথা ঘামাই না। শুধু ভরসা রাখি।