বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

তিশার আত্মতুষ্টি

শোবিজ প্রতিবেদক

তিশার আত্মতুষ্টি

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গত কয়েক বছরে তাঁর অভিনীত বেশ কিছু নাটক দর্শকপ্রিয় হয়েছে। তিনি শোবিজের জনপ্রিয় নায়িকার চরিত্রে অভিনয় করছেন ওয়েব ফিল্ম ‘পয়জন’-এ। পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। যেটি দর্শক সমাদৃত হয়। নরসুন্দরীসহ বেশ কিছু নাটক নিয়েও আলোচনায় ছিলেন। সম্প্রতি তিনি কক্সবাজারে গিয়ে ফেসবুকে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করেন। বিভিন্ন আঙ্গিকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘তোমার আত্মাকে সন্তুষ্ট করো, সমাজকে নয়।’ তানজিন তিশা ওটিটিতেও কাজ করছেন নিয়মিত। প্রশংসিতও হচ্ছেন। সামনে আরও কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানা যায়।

 

সর্বশেষ খবর