আ খ ম হাসান ও নিথর মাহবুব অভিনীত ‘কালো জামাই’ নামে একটি নাটক প্রকাশ হয়েছে। নাটকে তারা ছিলেন ভায়রা ভাই। সেখানে গায়ের রং নিয়ে দুজনের মধ্যে ছিল দ্বন্দ্ব। নাটকটি রচনা করে ছিলেন রাজীব মণি দাস। একই নাট্যকারের রচনায় আরও একটি নাটকে প্রতিপক্ষের ভূমিকায় হাজির হয়েছেন হাসান ও নিথর। তবে এবার তারা দ্বন্দ্বে জড়িয়েছেন ডিগ্রি নিয়ে। এই দুজন আবার ভালোবাসেন গ্রামের সুন্দরী মেয়ে শ্রেয়াকে। শ্রেয়ার ভূমিকায় অভিনয় করেছেন রেজমিন সেতু। নাটকে আরও অভিনয় করেছেন শফিক খান দিলু, সাইকা আহমেদ, ফরিদ হোসাইন প্রমুখ। নাটকটির পরিচালনা করেছেন পলাশ মণি দাস। নাটকের নাম ‘আন্ডার মেট্রিক বেয়াদব’। নাটকটি ২৬ জুলাই টিওটি ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। নিথর মাহবুব বলেন, ‘এই নাটকটি আমাকে আর হাসান ভাইকে মাথায় রেখে লেখা হয়েছে। আশা করি, নাটকটি ভালো সাড়া পাবে।