১৯ জুলাই ছিল চিরসবুজ নায়ক আফজাল হোসেনের জন্মদিন। ৭০ বছর পার করেছেন এ তারকা। একাধারে তিনি অভিনেতা ও চিত্রশিল্পী। নাট্যকার ও পরিচালক হিসেবে তিনি সুনাম কুড়িয়েছেন। বহুমুখী প্রতিভার এ অভিনেতার জন্মদিন ঘিরে নানা ধরনের আয়োজনের উদ্যোগ নিয়েছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। তাঁর সিনেমা প্রচার থেকে শুরু করে তাঁকে নিয়ে সরাসরি অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন ছিল তাঁকে নিয়ে বই প্রকাশ। ওইদিন বিকাল সাড়ে ৫টায় চ্যানেল আই কার্যালয়ে ‘এক ও অনেক আফাজল হোসেন’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করার কথা ছিল। বইটিতে আফজাল হোসেনকে নিয়ে লিখেছেন ১৪৮ বিশিষ্টজন। তাদের স্মৃতিতে উঠে এসেছে আফজাল হোসেন। কিন্তু সেসব কিছুই করা সম্ভব হয়নি। চলমান কারফিউর কারণে সবই থেমে গেছে। জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নতুন করে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হবে। সেখানে আফজাল হোসেন ছাড়াও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, জনপ্রিয় অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেনকে বাংলাদেশের মানুষ মাত্রই এক নামে চেনে। বহু প্রতিভার অধিকারী এ মানুষটি একাধারে একজন অভিনেতা, কবি, লেখক, চিত্রশিল্পী, নির্মাতা এবং বিজ্ঞাপন শিল্পের অন্যতম প্রধান ব্যক্তি। মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন এবং পরবর্তীতে চলচ্চিত্রে জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন এ গুণী ব্যক্তি। তবে শেষ পর্যন্ত থিতু হয়েছেন বিজ্ঞাপন শিল্পে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়াকালীনই মঞ্চ অভিনয়ে যুক্ত হন তিনি।