বলিউডের এখন সবচেয়ে আলোচিত নাম তৃপ্তি দিমরি। এক ‘অ্যানিম্যাল’ দিয়ে যেন তাক লাগালেন। রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন। যদিও সন্দীপ রেড্ডি ভাঙ্গার এ ছবি করার আগেই তিনি করে ফেলেছিলেন ‘বুলবুল’ বা ‘কলা’র মতো কাজ। কিন্তু তাতে খুব একটা নজর কাড়তে পারেননি তৃপ্তি। এদিকে নতুন প্রশ্ন উঠেছে, ‘অ্যানিম্যাল’ ছবির সিক্যুয়েলেও কি কাজ করতে যাচ্ছেন তৃপ্তি? তৃপ্তি জানান, তিনি শুনেছেন ছবির পরবর্তী পর্ব ‘অ্যানিম্যাল পার্ক’ আসতে চলেছে। তবে কবে থেকে শুটিং শুরু হবে তা এখনো জানা যায়নি। ‘অ্যানিম্যাল’ ছবির গোটা দলের সঙ্গে কাজ করে কেমন লেগেছে, এ বিষয়ে তৃপ্তি বলেন, ‘দারুণ অভিজ্ঞতা।’