ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে তোফাজ্জল নামের এক যুবককে হত্যার ঘটনায় উত্তাল সারা দেশ। নেটদুনিয়ায় এ হত্যার বিচার চেয়ে নিন্দা প্রকাশের পাশাপাশি প্রতিবাদ জানাচ্ছেন সবাই। পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। ন্যক্কারজনক এ হত্যাকান্ডে সোচ্চার হয়েছেন তারাও। চিত্রনায়িকা তমা মির্জা তোফাজ্জল হত্যার বিচার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছুড়ে দেন। গত ২১ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন তমা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- নিহত তোফাজ্জল কোন দল, কোন ধর্ম, কোন বর্ণ, কেমন ব্যক্তি ছিল, মানসিকভাবে সুস্থ ছিল কি ছিল না জানতে চাই না। ওনারাইবা (খুনিরা) কেন এমন করল? কীভাবে করল? আমি শুধু জানতে চাই, শুনতে চাই- তোফাজ্জল ন্যায়বিচার কি পেল? ‘এবং সেটি অনতিবিলম্বে।’