দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’- এর পরিচালক এবং ‘সিনেমা’ পত্রিকার সম্পাদক ফজলুল হকের প্রয়াণ দিবস উপলক্ষে ২৬-২৭ অক্টোবর কলকাতায় ইজেডসিসি (ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, সল্টলেক) মিলনায়তনে দুই দিনব্যাপী চতুর্থ ভারত-বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৪ অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। অনুষ্ঠান সূচিতে রয়েছে গান ও কবিতা, ফজলুল হক মণি স্মৃতি বক্তৃতামালা ও চলচ্চিত্র প্রদর্শন। স্মৃতি বক্তৃতামালায় বক্তব্য রাখবেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। সভাপতিত্ব করবেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম।