বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসির জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘দেশ বিদেশে রান্না’ আজ বুধবার বিকাল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে। এতে এ রন্ধনবিদের সঙ্গে রান্নায় অংশ নেবেন একাধিক পুরস্কারপ্রাপ্ত রন্ধনশিল্পী সোনিয়া রহমান। বিদেশ পর্বে কেকা ফেরদৌসি রান্না করবেন ‘স্পাইসি চিকেন ট্যাকো’। এ পর্বটি যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যে ধারণ করা হয়েছে। অন্যদিকে দেশি পর্বে কেকা ফেরদৌসির সঙ্গে রান্নায় অংশ নেন সোনিয়া রহমান। তিনি রান্না করেন ‘মুগডালের ঝুরা’। অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন মুকিত মজুমদার বাবু। উপস্থাপনা ও পরিচালনায় কেকা ফেরদৌসি। প্রযোজনা সহকারী শিমুল হোসেন। এ অনুষ্ঠানটি আগামী রবিবার দিবাগত রাত আড়াইটায় পুনঃপ্রচার করা হবে।