এবার বলিউড অভিনেতা সাইফ আলী খানের হামলাকারীকে নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য। কেননা সিসি ক্যামেরার ফুটেজে বাড়ির বহিরাগত কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। এখন পর্যন্ত বাসার কয়েকজন কর্মীকে আটক করেছে মুম্বাই পুলিশ। তবে এখনই এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না তদন্তকারীরা। বুধবার রাত ২টায় নিজ বাড়িতে হামলাকারীর ছুরিকাঘাতে আহত হন সাইফ। কিন্তু রাত ২টার আগে অন্তত দুই ঘণ্টার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেও অভিনেতার বাড়িতে কাউকে ঢুকতে দেখেনি পুলিশ।
এমন পরিস্থিতিতে পুলিশের ধারণা, বাড়ির ভিতরের কেউই পুরো ঘটনার সঙ্গে জড়িত। সাইফের বাড়িতে কাজ করা তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি সাইফ আলী খানের বাড়িতে ঢোকেন। তারপর অভিনেতার সঙ্গে হাতাহাতি হয়। যেখানে জখম হন সাইফ। বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলছে।