অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মেধা, সৌন্দর্য আর জনপ্রিয়তা যেন তাঁর সঙ্গে হাত ধরাধরি করেই হাঁটছে বহু বছর। ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন এ তারকা। সম্প্রতি প্রকাশ হয়েছে লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর বিজ্ঞাপন। এ প্রতিযোগিতা থেকেই উঠে এসেছেন দেশের অনেক নামকরা অভিনয়শিল্পী। জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম, আজমেরী হক বাঁধন, আফসান আরা বিন্দু, মৌসুমী হামিদ, মুমতাহিনা চৌধুরী টয়াসহ এ তালিকা অনেক দীর্ঘ। মেহজাবীন চৌধুরীর যাত্রাও এ মঞ্চ থেকে। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা একজন সাধারণ মেয়ের জীবন একেবারেই বদলে দিয়েছিল। তিনি ২০০৯ সালে বিজয়ী হয়েই শোবিজ ইন্ডাস্ট্রিতে পা রাখেন। লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও ছিলেন তিনি। এরপর শুধুই উপরের সিঁড়িতে চড়েছেন মেহজাবীন। তিনি এ প্রতিযোগিতার অংশ হতে পেরে উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়েই আমার যাত্রা শুরু হয়েছিল। তাই আজীবন এ আয়োজন আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। একটা সময় আমি এ প্রতিযোগিতার প্রতিযোগী হিসেবে প্রতিটি রাউন্ড পার করেছি অনেক স্বপ্ন নিয়ে। আর এবার সেই আমাকেই কর্তৃপক্ষ বিচারক হিসেবে নির্বাচিত করেছেন। তারা ভেবেছেন আমি হয়তো কিছু একটা করতে পেরেছি গত ১৫ বছরে। আমি সত্যিই এবারের সিজন নিয়ে ভীষণ এক্সাইটেড।’