স্টেডিয়ামের মাঠ ভর্তি দর্শক। প্রখ্যাত উপস্থাপক ফারজানা ব্রাউনিয়া হাজার হাজার দর্শকের মাঝে প্রশ্ন ছুড়ে দিলেন। বলুন তো এক ঋতুতে কোন পাখি গান করে?
সমবেত দর্শকদের সমস্বরে উত্তর-কোকিল, কোকিল।
এরপর দর্শকদের কাছে আবারও প্রশ্ন, বলুন তো সব ঋতুতে গান করে কোন পাখি?
এবার উল্লসিত হাজার হাজার দর্শক উত্তর দিলেন-সাবিনা ইয়াসমিন!
ঘটনাটা মধ্যপ্রাচ্যের শারজাহ স্টেডিয়াম মাঠের।
চ্যানেল আই তার প্রতিষ্ঠালগ্ন থেকেই অনেক বড় বড় ইভেন্ট করে এসেছে দেশে এবং দেশের বাইরে। যেমন- সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, চ্যানেল আই সেরা কণ্ঠ, লাক্স চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ডসহ বেশ কিছু মেগা ইভেন্ট। এই ইভেন্ট পরিকল্পনার সময় বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পীদের সঙ্গে সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লার নাম জড়িয়ে থাকত। আমাদের প্রায়ই প্রতিটি বড় ইভেন্টে সাবিনা ইয়াসমিন থাকতেন অনুষ্ঠানের মধ্যমণি। তাই তার সঙ্গে আমাদের চ্যানেল আই পরিবারের সম্পর্ক অত্যন্ত নিবিড়। চ্যানেল আই যখন সেরা কণ্ঠ শুরু করে তখন প্রথমেই ভাবনায় আসে এই অনুষ্ঠানের প্রধান বিচারক হবেন কারা। স্বভাবতই এত বড় ইভেন্ট, এত বড় আয়োজন সংগত কারণেই নাম আসে সাবিনা-রুনার। প্রথম সেরা কণ্ঠ অনুষ্ঠানে প্রধান বিচারকের আসন অলংকৃত করেন এ দুজনই। তাদের হাত ধরে সেরা কণ্ঠ হয়ে যায় ঝিলিক। পরবর্তী অনুষ্ঠানে আমরা পেয়ে যাই কোনাল-ইমরানের মতো মেধাবী সংগীতশিল্পী। সাবিনা ইয়াসমিন যখন চ্যানেল আইয়ের ‘সেরা কণ্ঠ’র বিচারক থাকেন তখন অন্য বিচারকদের সঙ্গে তুমুল আলোচনা করেন। কাকে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত করা যায়, ভবিষ্যতে কে ভালো গান করবে। তিনি খুঁজে খুঁজে শ্রেষ্ঠ প্রতিভাকে মূল্যায়ন করেন। ‘সেরা কণ্ঠ’ আয়োজন করতে গিয়ে খুব কাছ থেকে দেখেছি সাবিনা ইয়াসমিনকে। তিনি খুবই সহজ সরল মৃদুভাষী। কথা বলেন খুব গুছিয়ে। তবে তার রসবোধ প্রকট। অনেক সুন্দর করে গল্প বলতে পারেন।
গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ তাকে নিয়ে নির্মাণ করেছেন একটি ডকুফিল্ম-নাম দিয়েছেন-‘জুঁইফুল-সাবিনা ইয়াসমিন। একদল বিনোদন সাংবাদিকের সৌজন্যে এই ডকুফিল্মটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন শাইখ সিরাজ। সাবিনা ইয়াসমিন উপস্থিত থেকে তাকে নিয়ে নির্মিত ডকুফিল্মটি দেখেন। ডকুফিল্মটি দেখে সাবিনা ইয়াসমিন আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘আমাকে নিয়ে এমন সুন্দর এক ডকুফিল্ম নির্মাণ করা হয়েছে, যা দেখে আমি অবাক হয়েছি। এতটা দারুণ আর গোছানো হবে ভাবিনি।’ এত সরল ভাষায় একজন কিংবদন্তিতুল্য শিল্পীই শুধু বলতে পারেন। বাংলা ভাষায় সাবিনা ইয়াসমিন গান গেয়েছেন প্রায় ১৫ হাজার। এর মধ্যে চলচ্চিত্রে গান করেছেন প্রায় ৫ হাজার। তার অসংখ্য জনপ্রিয় গান গ্রামেগঞ্জে, শহরে, মহানগরে এখনো বেজে চলেছে। এ মুহূর্তে সাবিনা ইয়াসমিনের গাওয়া একটি দেশের গানের কথা মনে পড়ছে-‘যদি আমাকে জানতে সাধ হয় বাংলার মুখ তুমি দেখে নিও...’
শুভ জন্মদিন সাবিনা ইয়াসমিন। আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন।