দীর্ঘ কয়েকঘণ্টার যুদ্ধের পর অবশেষে আপাতত চিকিৎসায় সাড়া দিয়েছেন মহানায়িকা। গতকাল শনিবার সন্ধ্যায় শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হয়। রাতের দিকে একটু স্থিতিশীল হন তিনি। এ সময় সুচিত্রা সেন চেয়ারে বসার ইচ্ছাপ্রকাশ করেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে এখনও পুরোপুরি সঙ্কটমুক্ত নন তিনি।
এদিন মহানায়িকার শরীর থেকে টিউবের মাধ্যমে প্রচুর পরিমানে কফ বের করা হয়। তার রক্তে অক্সিজেনের মাত্রা বেড়েছে। চেস্টথেরাপি চলছে মহানায়িকার। এছাড়া সুচিত্রা সেনের কিডনি ও হৃদযন্ত্র স্বাভাবিক রয়েছে। অক্সিজেনের মাত্রা ৯০ থেকে ১০০। নিঃশ্বাস-প্রশ্বাস স্বাভাবিকভাবে নিচ্ছেন তিনি।
গতকাল বিকেল থেকে সুচিত্রা সেনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। তার শ্বাসকষ্ট বাড়ে। সমস্যা দেখা দেয় হৃদযন্ত্রে। সাকশনের জন্য লাগানো হয় এনডোট্রাকিয়াল টিউব। মহানায়িকার শারীরিক অবস্থার অবনতির ফলে ফের জরুরি বৈঠকে বসে মেডিক্যাল বোর্ড। মূলত চিকিৎসার বিকল্প পথ খুঁজতেই আলোচনা হয়।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, মেডিক্যাল বোর্ডের ছয় সদস্যের মধ্যে দু'জন চিকিৎসক পাম্প করে সুচিত্রা সেনের কফ বের করার পরামর্শ দিয়েছেন। কিন্তু বাকিরা বয়সের কারণে এই বিকল্প পথে যেতে রাজী হয়নি।