ক্যারিয়ারের সাত বছরেই সফলতায় শীর্ষে। শাহরুখ, অক্ষয়, ফারহান, রনবীর, সাইফের সঙ্গেই জুটি বেঁধেছেন। বাকি ছিল শুধু বলিউডের দুই খান। এই বছর সেই ইচ্ছাও পূর্ণ হতে চলেছে দীপিকা পাডুকোনের।আর ২০১৪-তে আমিরের বিপরীতে দেখা যাবে দীপিকাকে।
ফারহান আখতার ও রাকেশ সিধওয়ানির যৌথ প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবির শুটিং শুরু হবে জুলাই, অগাস্ট মাসে।
তবে আগেই দীপিকা জানিয়েছিলেন তার ইচ্ছা সালমান, হৃতিকের সঙ্গেও জুটি বাধা। তার ভাষায়, 'প্রতিবছরই আমাকে জিজ্ঞেস করা হয় আমি এবার কার সঙ্গে কাজ করতে চাই। আশা করি আগামী দু'এক বছরের মধ্যে আমি আমির, সালমান ও হৃতিকের সঙ্গেও কাজ করতে পারব।'
এদিকে, গুঞ্জন রটেছে সালমানের বিপরীতে সুরজ বরজাতিয়ার আগামী ছবির জন্যও ইতিমধ্যে সময় বের করেছেন দীপিকা।