কেমন আছেন?
ভালো থাকার চেষ্টা করছি। দেশের বর্তমান যে অবস্থা কী করে ভালো থাকি বলেন?
চলচ্চিত্রের কি অবস্থা ?
আমার অভিনীত প্রথম চলচ্চিত্র আশরাফ শিশিরের 'একটি অর্ধেক প্রেমের গল্প'। চলচ্চিত্রটির প্রায় ৬০ ভাগ কাজ শেষ করেছি। এখনো চলচ্চিত্রটির বেশ কিছু কাজ বাকি আছে। গাত মাসেই আমাদের বাকি কাজ শুরু করার কথা ছিল কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে শুটিং শুরু করা সম্ভব হয়নি। এ ছাড়া এ ছবির একটি গানের জন্য দেশের বাইরে যাওয়ার কথা আছে।
নতুন কোনো চলচ্চিত্রে কাজ করছেন?
অভিনয়ে আমার পথচলাটা হঠাৎ করেই। আর সেই কারণে আগে আমার প্রথম চলচ্চিত্রের কাজ শেষ করব। আর যদি মনে হয় দর্শকরা আমার অভিনয় পছন্দ করেছেন তবে আমি নতুন চলচ্চিত্রের
কাজ শুরু করব। এ ছাড়া আমাকে বেশ কিছু পরিচালক নতুন চলচ্চিত্রে কাজ করার কথা বলছে। এ ছবি শেষ করার আগে আমি কোনো নতুন ছবিতে কাজ করব না।
এ চলচ্চিত্রের গল্পটি নিয়ে কিছু বলবেন?
এটি একটি ভালোবাসার গল্প। রাজধানী ঢাকাকে ঘিরে গড়ে ওঠা গল্পটি শেষ পর্যন্ত আবর্তিত হয়েছে একটি থ্রিলারে। এতে আরও আছে দুর্দান্ত কিছু অ্যাকশন দৃশ্যের। প্রেম-বিরহ-ড্রাগস-নাগরিক যন্ত্রণার ভেতর দিয়ে এগিয়ে গিয়েছে ছবিটির গল্প। এ চলচ্চিত্রে আমার হিরো হিসেবে কাজ করেছেন সুপার হিরো সুপার হিরোইনখ্যাত ইমরান ইমু।
নাটকে অভিনয় করার ইচ্ছা আছে?
আপাতত নাটকে অভিনয় করার কোনো ইচ্ছা নেই আমার। আমি বড় পর্দা দিয়ে আমার অভিনয়ের যাত্রা শুরু করেছি। আমি বড় পর্দায়ই থাকতে চাই।
আপনার কবিতা লেখার কি খবর?
আমি আসলে কবিই হতে চেয়েছিলাম। আমার এ যাবৎকালে ১০০টি বাংলা ও প্রায় ৩০০টি ইংরেজি কবিতা আছে। আমার ইচ্ছা আছে ইংরেজি কবিতার একটি বই প্রকাশ করতে।
গানের কি খবর?
আমি ছোটবেলা থেকেই গান গাইতাম। আর বাবার ইচ্ছা ছিল বাজারে আমার গানের অ্যালবাম থাকবে, মানুষ আমার গান শুনবে। আমার প্রথম অ্যালবামটির নাম 'লাবণ্যের কথোপকথন'। এ ছাড়া সম্প্রতি মাহমুদ সানির সঙ্গে একটি মিঙ্ড অ্যালবামে একটি গান করেছি।
ভবিষ্যৎ পরিকল্পনা কি?
ভালো কিছু অভিনয়ের মধ্য দিয়ে দর্শক-শ্রোতাদের মনে ঠাঁই করে নিতে। আর সামনে আরও ভালো কিছু কাজ করতে চাই।
* আলী আফতাব