প্রথমবারের মতো এক ছবিতে অভিনয় করবেন মৌসুমী, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মীম। ছবির নাম 'তারকাঁটা'। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত হয়েছে। ছবিতে মৌসুমী অভিনয় করছেন আরেফিন শুভর বড়বোনের চরিত্রে। আর শুভর প্রেমিকা মীম। এ ছবির মাধ্যমে মৌসুমী নায়িকার তকমা ফেলে ক্যারেক্টারআর্টিস্ট হয়েছেন। ছবিতে আরও অভিনয় করবেন হাসান মাসুদ, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, সোহেল খান, আহমেদ শরীফ, দিয়া প্রমুখ। গানের কথা লিখেছেন কবির বকুল, অনুরূপ আইচ, জাহিদ আকবর, মাহমুদ মানজুর ও জনি হক। গানের সুর ও সংগীত পরিচালনা করছেন আরফিন রুমী।
রাজ জানান, তারকাঁটার শুটিং শুরু হচ্ছে ২৫ জানুয়ারি। শুরুতেই কনসার্টের শুটিং। কনসার্টের দৃশ্য ধারণের জন্য এখন তেজগাঁওয়ের একটি স্টুডিওকে সাজানো হচ্ছে স্টেডিয়ামের মতো করে।