জনপ্রিয় তারকাদের নিয়ে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক 'তুমি'। এটি নির্মাণ করেছেন নির্মাতা অনিমেষ আইচ। ধারাবাহিকটির প্রচার উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান শামীম শাহেদ, অনুষ্ঠান ব্যবস্থাপক তারেক আখন্দ, 'তুমি' নাটকের পরিচালক অনিমেষ আইচ, অভিনয়শিল্পী ভাবনা, ফারুক আহমেদ, ডায়না।
অনিমেষ এটি ২৪ জানুয়ারি থেকে প্রচার হবে প্রতি সপ্তাহে বৃহস্পতি থেকে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, লায়লা হাসান, রিচি সোলায়মান, ফারুক আহমেদ, ভাবনা, শাকিল আহমেদ, দিলারা জামান, হাসান ইমান, ডায়না, দীপক সুমন প্রমুখ।
বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান শামীম শাহেদ জানান, 'আমরা এতদিন একটু রম্য ধাঁচে চ্যানেলটাকে গড়তে চেয়েছিলাম। এখন পারিবারিক গল্পের প্রাধান্য দেব। পরিবারের বন্ধনগুলো আরও দৃঢ় করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। আশা করি, অনিমেষের এই কাজটি ভালো লাগবে।'
অনিমেষ আইচ বলেন, 'এই ধারাবাহিক নাটকটি একটি ফ্যামিলি ড্রামা। গল্পের মধ্যে প্রচণ্ড রহস্য আছে। একজন মানসিক সমস্যায় ভোগা মেয়েকে নিয়ে গল্প। আশা করি দর্শক অপেক্ষায় থাকবে রহস্য জানার জন্য।