প্রকাশিত হলো সঞ্চিতা মিত্রের রবীন্দ্র সংগীতের অ্যালবাম 'কোন ভাঙ্গনের পথে'। রবীন্দ্রনাথের তেরটি গান দিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি। গানগুলোর মধ্যে রয়েছে , তুমি কোন ভাঙ্গনের পথে, আমার হিয়ার মাঝে, আমার পরান যাহা চায়, আমি কি গান গাব, আমার প্রাণের মানুষ, আহা আজি এ বসন্তে, ও আমার দেশের মাটি ইত্যাদি। অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন তপন মাহমুদ। অ্যালবাম প্রসঙ্গে সঞ্চিতা মিত্র জানান,' রবীন্দ্রনাথকে আমি অন্তরে ধারণ করি। আমি সব ধরনের গান করলেও আমার ভালোলাগা ও ভালোবাসা জড়িয়ে আছে এ রবীন্দ্রসংগীতে। এটি আমার প্রথম একক অ্যালবাম। আশা করছি গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।